• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন |
  • English Version

তাড়াইলে ইউএনও এর সংবাদ সম্মেলন

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলায় গৃহহীন-ভূমিহীনদের মাঝে ১৯টি গৃহ প্রদান বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন উপজেলা হল রুমে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন জানান, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ১৯টি ঘর ভূমিসহ গৃহহীনদের মাঝে আগামী ২১ জুলাই হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। প্রতি শতক ভূমির মূল্য ধরা হয়েছে আনুমানিক দুই লক্ষ টাকা ও গৃহ নির্মাণ বাবদ ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। এই হিসেবে প্রত্যেক পরিবারের অনুকূলে আনুমানিক ৬ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন জানান, বন্যার কারণে ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আমরা খুব শীঘ্রই ড্রেনের কাজ সম্পন্ন করব। ড্রেনের জন্য কোন বাজেট নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *